UNITED NATIONS /UNO MCQ QUESTION AND ANSWER | HS POLITICAL SCIENCE CHAPTER 4
সম্মিলিত জাতিপুঞ্জ
UNITED NATIONS
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন পক্ষ জাতিপুঞ্জ গঠনের কাজ শুরু করে ? Ans মিত্রশক্তি
- জাতিপুঞ্জ ও গঠনের প্রধান উদ্যোক্তা কে কে ছিলেন ? Ans – স্ট্যালিন, রুশভেল্ট, চার্চিল।
- আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ? Ans- 14 ই আগস্ট 1941 সালে।
- আটলান্টিক আটলান্টিক সনদে মোট কয়টি মৌলিক নীতি গৃহীত হয়েছিল ? Ans- 8 টি (আট টি)
- কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ? Ans– প্রিন্স অফ ওয়েলস ( Prince of Wales)
- জাতিপুঞ্জ গঠনের দ্বিতীয় বলিষ্ঠ পদক্ষেপ কোনটি ? Ans- ওয়াশিংটন ঘোষণা
- কোন সালে ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় ? Ans- 1লা জুন 1942 সালে।
- কোন সম্মেলনে জাতিপুঞ্জের নামকরণ করা হয় ? Ans- ওয়াশিংটন ঘোষণা
- সম্মিলিত জাতিপুঞ্জের নামটি কে দিয়েছিলেন ? Ans- রুশভেল্ট
- মস্কো ঘোষণা কবে স্বাক্ষরিত হয় ? Ans- 30 শে অক্টোবর 1943 সালে ।
- তেহেরান ঘোষনা কবে স্বাক্ষরিত হয় ? Ans– 1লা ডিসেম্বর 1943 সালে।
- ব্রেটেন উডস সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয় ? Ans – 1944 সালের জুলাই মাসে।
- ডাম্বারটন ওকস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ? Ans – 7 ই oct 1944 সালে।
- 11সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, আন্তর্জাতিক আদালত ও সচিবালয় গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে ? Ans -ডাম্বারটন ওকস সম্মেলনে।
- ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? Ans – 4th ফেব্রুয়ারি 1945 সাল
- জাতিপুঞ্জ গঠনের শেষ সম্মেলন কোনটি ? Ans- সানফ্রান্সিসকো সম্মেলন
- কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ? Ans- 24 শে অক্টোবর 1945 সালে।
- বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ? Ans- 193 টি দেশ।
- জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে ? Ans- 111টি।
- জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ? Ans– নিউইয়র্ক, আমেরিকা।
- সাধারণ সভায় একটি দেশ কতজন সদস্য প্রেরণ করতে পারে ? Ans – পাঁচজনের বেশি নয়।
- সাধারণ সভায় কজন সভাপতি ও সহ-সভাপতি নিযুক্ত হয় ? Ans- 1জন সভাপতি ও 21 জন সহ সভাপতি।
- সমগ্র বিশ্বের শান্তি রক্ষার দায়িত্ব কোন দপ্তরের হাতে রয়েছে ? Ans- নিরাপত্তা পরিষদ ।
- সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো প্রয়োগ করতে পারে কোন কোন সদস্য ? Ans – নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ।
- নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের নাম লেখ ? Ans – মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, চীন।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ? Ans– 10 জন।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? Ans-15 জন।
- ভারত কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ?Ans-8 বার।
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ? Ans– ৫৪ জন
- বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা ? Ans- 10 ই December।
- UNESCO কবে প্রতিষ্ঠিত হয় ? Ans– 1945 সালের 16 ই নভেম্বর।
- UNESCO এর সম্পূর্ণ রূপ কি ? Ans- United Nations Educational Scientific and Cultural Organisation.
- UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? Ans– প্যারিস, ফ্রান্স।
- UNESCO এর সদস্য সংখ্যা কত? Ans – 195টি দেশ।
- UNESCO এর কাজ কি ? Ans– বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির বিস্তার।
- UNICEF কবে প্রতিষ্ঠিত হয় ? Ans- 1946 সালের 11 ডিসেম্বর।
- UNICEF এর পুরো নাম কি ? Ans – United Nations International Children’s Emergency Fund.
- ILO এর সম্পূর্ণ নাম কি ? Ans– International Labour Organisation.
- ILO এর সদস্য সংখ্যা কত? Ans- 187 টি দেশ।
- ILO এর সদর দপ্তর কোথায়? Ans– জেনেভা, সুইজারলান্ড।
- WHO এর পুরো নাম কি? Ans – World Health Organisation.
- WHO এর কাজ কি ? Ans – সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্যের উন্নতি সাধন করা।
- WHO এর সদর দপ্তর কোথায়? Ans– জেনেভা, সুইজারলান্ড।
- বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয়? Ans– 7ই এপ্রিল।
- FAO এর সম্পূর্ণ নাম কি? Ans – Food and Agricultural Organization.
- IMF এর সম্পূর্ণ নাম কি ? Ans– International Monitary Fund.
- World Bank এর সম্পূর্ণ নাম কি? International Bank for Reconstruction and Development.
- জাতিপুঞ্জের কোন সংস্থা সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে ? Ans– অছি পরিষদ
- অছি পরিষদের বর্তমানে কয়টি সদস্য রয়েছে ? Ans – একটি সদস্যও নেই
- আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত ? Ans– 15 জন
- আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল মেয়াদ কত ? Ans -9 বছর
- আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ? Ans– নেদারল্যান্ডের হেগ শহরে।
- আন্তর্জাতিক আদালতের সংবিধান কে কি বলা হয় ? Ans – সংবিধি।
- জাতিপুঞ্জের প্রথম মহাসচিব এর নাম কি ? Ans– ট্রিগভি লী ।
- জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি ? Ans – অ্যান্টেনিও গুতারেস।