polscience.in

Post Cold War MCQ Questions | HS Political Science Chapter 1

 আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন

Post Cold War  MCQ Questions

  1. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?Ans- 1914 সালে।
  2. প্রথম বিশ্বযুদ্ধে কোন পক্ষ জয় লাভ করে ? Ans – মিত্র শক্তি।
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয় ? Ans -1939 সালে।
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষ থেকে কে কে ছিল ? Ans – অক্ষশক্তি ও মিত্রশক্তি।
  5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন ? Ans – হিটলার।
  6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা রাষ্ট্রপতি কে ছিলেন ? Ans – রুশভেল্ট।
  7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল ? Ans- উইনস্টন চার্চিল।
  8. প্রথম কত সালে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ হয় ? Ans – 6 August 1945 সালে।
  9. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে ? Ans – সম্মিলিত জাতিপুঞ্জ (UNO)
  10. NATO কত সালে গঠিত হয় ?Ans — 4 April 1949
  11. NATO এর পুরো নাম কি ? Ans– The North Atlantic Treaty organization (নর্থ-আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)
  12. SEATO এর পুরো নাম কি ? Ans– South East Asian Treaty Organization
  13. Politics Among Nations কে রচনা করেন ? Ans হানস যে মর্গেন্থাও
  14. History of Peloponnesian war কে রচনা করেন ? Ans – Thucydides
  15. ওয়েস্টফেলিয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ? Ans -1648 খ্রিস্টাব্দে ।
  16. অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ? Ans – কৌটিল্য বা চাণক্য।
  17. The Prince কে রচনা করেন ? Ans- নিকোলো ম্যাকিয়াভেলি।
  18. Principles of International Law নামক গ্রন্থটি কে রচনা করেন ? Ans – বেন্থাম
  19. The Great Illusion গ্রন্থটি কে রচনা করেন ? Ans- নরম্যান এঞ্জেল।
  20. কোন সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক স্বীকৃতি পায় ? Ans প্যারিস সম্মেলন (1948)।
  21. ইন্টারন্যাশনাল স্টাডিজ টুডে (E- Bulletin) কত সাল থেকে প্রকাশিত হচ্ছে ? Ans -1975 সাল থেকে ।
  22. একজন আচরণবাদী চিন্তাবিদদের নাম লেখ ? Ans- ডেভিড ইস্টন ।
  23. একজন বাস্তববাদী চিন্তাবিদদের নাম লেখ ? Ans – হানস যে মর্গেন্থাও ।
  24. আন্তর্জাতিক সম্পর্কের একজন বহুত্ববাদী চিন্তাবিদের নাম লেখ ? Ans – জোসেফ নাই ।
  25. আন্তর্জাতিক সম্পর্কের একজন কাঠামোবাদী চিন্তাবিদের নাম লেখ ? Ans- সামির আমিন ।
  26. একজন বাস্তববাদী চিন্তাবিদের নাম লেখ ? Ans- নরম্যান এঞ্জেল ।
  27. আন্তর্জাতিক সম্পর্কের একজন নয়া বাস্তববাদী চিন্তা বেদের নাম লেখ ? Ans কেনেথ ওয়ালজ।
  28. আন্তর্জাতিক সম্পর্কের একজন নয়া উদারনীতিবাদী চিন্তাবিদের নাম লেখ ? Ans জেমস রোজেনাউ।
  29. ক্ষমতা বা শক্তি র সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ? Ans জোসেফ ফ্র্যাঙ্কেল।
  30. Twenty Years Crisis কে রচনা করেন ? Ans- E.H. Car.
  31. এক ফোটা তেল আমাদের সৈন্যদের এক ফোঁটা রক্তের থেকেও দামি- কে বলেছেন ? Ans – Georges Clemenceau ।
  32. কূটনীতি কে The Brain of National Power বলে কে অভিহিত করেছেন ? Ans মর্গেনথাউ ।
  33. কোন চুক্তির ফলে বিশ্বায়নের সূচনা হয় Ans – ম্যাস্ট্রিক চুক্তি (1991 সাল) ।
  34. বিশ্বায়নের ধারণার জনক কে ? Ans রোলান্ড রবার্টসন (Ronald Robertson) ।
  35. বিশ্বায়নের প্রধান স্লোগান কি ? Ans- বিশ্ব বাজার প্রতিষ্ঠা ।
  36. কোন ক্ষেত্রে বিশ্বায়ন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে ? Ans অর্থনৈতিক ও সাংস্কৃতিক ।
  37. কে Global Village বা বিশ্বগ্রাম ব্যবস্থার ধারণা দেন ? Ans মার্শাল ম্যাকলুহান ।
  38. MNC এর পুরো নাম কি ? Ans – Multi -National Corporation (মাল্টিন্যাশনাল কর্পোরেশন) ।
  39. FDI এর সম্পূর্ণ রূপ কি ? Ans – Foreign Direct Investment (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট)।
  40. বিশ্বায়নকে সমগ্র বিশ্বে পরিচালনা করছে কোন দুই সংস্থা ? Ans – WTO ও IMF
  41. WTO এর সম্পূর্ণ রূপ কি ? Ans – World Trade organization (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন)।
  42. IMF এর সম্পূর্ণ রূপ কি ? Ans -International Monetary fund (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)।
  43. LPG এর সম্পূর্ণ রূপ কি ? Ans – Liberalization, Privatization, Globalization. 
  44. GATT কত সালে স্বাক্ষরিত হয় ? Ans- ১৯৪৭ সালে।
  45. GATT এর সম্পূর্ণ রূপ কি ? Ans – General Agreement on Tariff and Trade.
  46. GATT কত সালে WTO তে পরিণত হয় ? Ans -1994 সালে 15 এপ্রিল ।
  47. ওয়ার্ল্ড ব্যাংক World Bank কত সালে প্রতিষ্ঠিত হয় ? Ans – 1945 সালে ।
  48. World Bank এর সম্পূর্ণ নাম কি ? Ans- International Bank for Reconstruction and Development (ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট)
  49. The Iron lady নামে কে পরিচিত ? Ans- ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
  50. Tina এর সম্পূর্ণ রূপ কি ? Ans -There is No Alternative (দেয়ার ইস নো অল্টারনেটিভ )

Exit mobile version