Poitical Science Suggestion 2024

 

রাষ্ট্রবিজ্ঞান Suggestion 2024

 (আন্তর্জাতিক সম্পর্ক)

  1. ****আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও ? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।****

  2. ****আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা গুলি আলোচনা ।****

  3. ****বিশ্বায়ন বলতে কি বোঝো । বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা কর ।****

                                                          (কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ)

  1. ****গান্ধীজীর সত্যাগ্রহের ধারণাটি আলোচনা কর ।****

  2. ****কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা কর ****

  3. মার্কসবাদ এর মূল সূত্র গুলি আলোচনা করো।

  4. মার্কসের রাষ্ট্র তত্ত্ব আলোচনা কর।

                                                          (সরকারের বিভিন্ন বিভাগ)

  1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে-বিপক্ষে যুক্তিগুলি আলোচনা কর।

  2.  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

  3. আধুনিক রাষ্ট্রে  শাসন বিভাগের কার্যাবলী আলোচনা।

                                            (ভারতের শাসন বিভাগ)

  1. ****প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যাবলী আলোচনা কর।****

  2. ****রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা****

                                                        (ভারতের আইন বিভাগ)

  1. ****লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা কর ।****

  2. ****ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা কর।****  

  3. ****স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।****  

                                          (ভারতের বিচার বিভাগ)

  1. ****ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা কর****

  2. ****বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা কর।****

  3. ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা কর।

  4. ক্রেতা সুরক্ষ আদালত সম্পর্কে একটি টীকা লেখ।

Leave a Comment