Class X History short questions| প্রতিরোধ ও বিদ্রোহ

 

👉 প্রতিরোধ ও বিদ্রোহ  (one liner short questions)

1.চুয়াড় বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ? 

উত্তর – মেদিনীপুর ,বাঁকুড়া, ঘাটশিলা, ধলভূম |

2.চুয়াড় বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ? 

উত্তর – 1768 থেকে1799 খ্রিস্টাব্দ |

3.চুয়াড় বিদ্রোহের প্রধান প্রধান নেতা কে ছিল ? 

 উত্তর –  জগন্নাথ সিংহ ,দুর্জন সিংহ, রানী শিরোমণি

4.চুয়াড় বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? 

  উত্তর – ইংরেজদের দ্বারা অরণ্য আইনের প্রতিবাদ ও উচ্চহারে রাজস্ব আদায় |

5.সাঁওতাল বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ?

 উত্তর- রাজমহল ও ছোটনাগপুর, বীরভূম, মানভূম ,মেদিনীপুর

6.সাঁওতাল বিদ্রোহের সময়কাল কত ? 

  উত্তর 1831-33  খ্রিস্টাব্দে |

7.সাঁওতাল বিদ্রোহের প্রধান প্রধান নেতা কে ছিলেন ?

 উত্তর- সিধু ও কানু , ডোমেইন মাঝি, কলো প্রামানিক।

8.সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? 

উত্তর –  কোম্পানির কর্মচারীদের শোষণ ,খ্রিস্টান মিশনারী র ধর্মান্তরণ।

9.মুন্ডা বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 

 উত্তর – 1899-1900  খ্রিস্টাব্দে |

10.মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ?

 উত্তর – বিরসা মুন্ডা |

11.মুন্ডা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

  উত্তর- ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে |

12.কোল বিদ্রোহের প্রধান নেতা কে? 

 উত্তর – বুদ্ধ ভগত জোয়া ভগত , ঝিন্দেরাই মানকি, সুই মুন্ডা |

13.কোল বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? 

উত্তর – 1831-1833খ্রিস্টাব্দে |

14.কোল বিদ্রোহে কোথায় সংঘটিত হয়? 

উত্তর – রাচি ও ছোট নাগপুরের কিছু অংশে |

15. তীর বা আম গাছের শাখার মাধ্যমে জনসংযোগ ঘটানো হয় কোন বিদ্রোহের?

 উত্তর -কোল বিদ্রোহ |

16. দিকু কাদের বলা হত? 

 উত্তর -কোল বহিরাগত মহাজনদের দিকু বলে অভিহিত করতো |

17.দামিন-ই-কোহী কথার অর্থ কি?

 উত্তর – পাহাড়ের প্রান্তদেশ |

18. রংপুর কৃষক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 

উত্তর 1773 খ্রিস্টাব্দে |

29. রংপুর কৃষক বিদ্রোহ কার বিরুদ্ধে সংঘটিত হয়?

 উত্তর -দেবী সিংহ |

20.রংপুর কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখ? 

উত্তর নুরুল উদ্দিন, দয়ারাম শীল |

21.রংপুর কৃষক বিদ্রোহী রা কোন যুদ্ধে পরাজিত হয়? 

উত্তর -পাটগ্রামের যুদ্ধে |

22.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

 উত্তর- 1763 – 1800 খ্রিস্টাব্দে |

23.সন্ন্যাসী ফকির বিদ্রোহের মূল কারণ কি ছিল?

  উত্তর -তীর্থ করারোপ মহাজনদের অত্যাচার |

24.পাগলপন্থী বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ? 

 উত্তর- ময়মনসিংহ জেলায় |

25.কত খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ শুরু হয় ?

 উত্তর -1821 থেকে 1827 খ্রিস্টাব্দে |

26.ওয়াহাবি আন্দোলন কোথায় কোথায় সংঘটিত হয়?

 উত্তর  -বাংলা ও  উত্তরপ্রদেশ |

27.ওয়াহাবি আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 

উত্তর -1822 থেকে 1831খ্রিস্টাব্দে |

28.ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো? 

উত্তর  – হাজী শরীয়ত উল্লাহ, সৈয়দ আহমদ, মীর নিসার আলী বা তিতুমীর |

29.ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি?

 উত্তর – তারিখ ই মোহাম্মদিয়া বা মোহাম্মদ প্রদর্শিত পথ |

30.ওয়াহাবি কথাটির অর্থ কি? 

উত্তর – নবজাগরণ |

31.কে ভারতে চারজন খলিফা নিয়োগ করেন? 

উত্তর -সৈয়দ আহমদ |

32দার উল হারব কথাটির অর্থ কি?

 উত্তর -শত্রুর দেশ |

33. তিতুমীর কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? 

উত্তর -পূডার জমিদার কৃষ্ণদেব রায় |

34.কে বাঁশের কেল্লা তৈরি করেন?

 উত্তর -তিতুমীর |

35.তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন?

 উত্তর- নারকেলবেরিয়া গ্রামে |

36.ফরাজি আন্দোলনের সময়কাল কত? 

উত্তর -1818 থেকে 1906 খ্রিস্টাব্দে |

37.ফরাজি আন্দোলনের একজন নেতার নাম লেখ?

 উত্তর- মোহাম্মদ মুসিন বা দুদুমিয়া |

38.দুদুমিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল? 

উত্তর -বাহাদুরপুরে |

39.বাংলার কোথায় ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়ে? 

উত্তর -নদীয়া যশোর রাজশাহী-ঢাকা মালদা দক্ষিণ 24 পরগনা |

40.ভিল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 

উত্তর -1819 খ্রিস্টাব্দে |

41.ত্রিবাঙ্কুর এর কৃষক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

 উত্তর -1805 খ্রিস্টাব্দে |

42.ভারতীয় অরণ্য আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 

উত্তর -1865 খ্রিস্টাব্দে |

43.ভারতের বন বিভাগ কত সালে শুরু হয়? 

উত্তর -1868 খ্রিস্টাব্দে |

44.সাঁওতাল বিদ্রোহ কোন মাঠে সংগঠিত হয়?

উত্তর – ভাগনা ডিহির মাঠে |

45.খুৎকাঠি প্রথা র  অর্থ কি ?

উত্তর – জমিতে যৌথ মালিকানা|

46.কোন উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ রয়েছে? 

উত্তর- আনন্দমঠ |

47.দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম কি? 

উত্তর -নীলদর্পণ |

48.নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? 

উত্তর – মাইকেল মধুসূদন দত্ত |

49.নীলদর্পণ নাটকের মূল বিষয় কি? 

উত্তর -বাংলার নীলকর সাহেবদের অত্যাচার বর্ণনা |

50.ধরতি আবা কথার অর্থ কি? 

উত্তর -পৃথিবীর পিতা |

51.দুদুমিয়া বাংলাদেশকে কোন এককে বিভক্ত করেন? 

উত্তর  – হালকাতে |

52.বাংলার নানাসাহেব কাকে বলা হত? 

উত্তর-  রাম রতন মল্লিক কে |

53 চার কাদের বলা হত? 

উত্তর – জঙ্গলমহলের আদিবাসীদের|

54.সাঁওতাল বিদ্রোহ ছিল সকল সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মুক্তিযুদ্ধ- কে বলেছিলেন?

 উত্তর – নরহরি কবিরাজ |

55.কোন সম্প্রদায় মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন? 

উত্তর -মুন্ডা সম্প্রদায় |

56.কত খ্রিস্টাব্দে মুন্ডা রা মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিল? 

উত্তর 1886 খ্রিস্টাব্দে |

57.বিরসা মুন্ডার লক্ষ্য কী ছিল? 

উত্তর -স্বাধীন মুন্ডা রাজ্য গঠন |

58.হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি?

 উত্তর -হিন্দু প্যাট্রিয়ট |

59 কৃত্রিম নীল রং কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

 উত্তর- 1898 খ্রিস্টাব্দে |

60.ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?

 উত্তর- 1908 খ্রিস্টাব্দে |

61.কে বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন?

 উত্তর -গয়া মুন্ডা |

62.ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখ?

 উত্তর- চিল নায়েক |

63দাদন কথার অর্থ কি?

 উত্তর -অগ্রিম অর্থ প্রদান |

64.বাংলায় কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম নীল চাষ শুরু হয়? 

উত্তর -1777 খ্রিস্টাব্দে |

65.কে সর্বপ্রথম ভারতের নীল চাষ শুরু করেন?

 উত্তর -লuই বোনো |

66.ভুইহারি কি?

 উত্তর -মুন্ডাদের জঙ্গল পরিষ্কার করা জমি |

67.পাইকান কি? 

উত্তর -চুয়ার দের নিষ্কর জমি |

68.একজন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতার নাম উল্লেখ করো? 

উত্তর- চিরাগ আলী শাহ, দেবী চৌধুরানী, ভবানী পাঠক |

69.কত খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন রদ হয়?

 উত্তর -1868 খ্রিস্টাব্দে |

70 মালদহে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? 

উত্তর – রফিক মন্ডল |

71.কেনারাম ও বেচারাম বাটখারা কি?

 উত্তর – সাঁওতালদের ঠকানোর উদ্দেশ্যে মাল কিনার সময় কেনারাম বাটখারা ব্যবহার করা হতো ও বিক্রি করার সময় বেচারাম বাটখারা ব্যবহার করা হত।

72.অগ্রারিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর -পাবনার কৃষকরা |

73.অগ্রারিয়ান লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর- 1873 খ্রিস্টাব্দে |

74বাংলায় সর্বপ্রথম কে নিল কুঠি স্থাপন করেন?

 উত্তর- ক্যারল ব্লুম |

75.কত সালে বাংলায় সর্বপ্রথম নীলকুঠি স্থাপিত হয় ? 

উত্তর -1830 খ্রিস্টাব্দ |

76.ভারতে কার প্রচেষ্টায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

 উত্তর -ডেইট্রিক ব্রান্ডিস |

77.ভয়েলকার কে ছিলেন কে ছিলেন? 

উত্তর -জার্মান কৃষিবিদ |

78.হো বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 

উত্তর -1821 খ্রিস্টাব্দে |

79 হো বিদ্রোহ কোথায় সর্বপ্রথম শুরু হয়? 

উত্তর -ছোটনাগপুরের সিংভূম অঞ্চলে |

80 পাগলপন্থী দের বিদ্রোহ কত সালে শুরু হয়? 

উত্তর -1825 থেকে 1827 খ্রিস্টাব্দে |

81.চুয়াড শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়?

 উত্তর -ইংরেজি char শব্দ থেকে |

82.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কে কে পেশাগত ডাকাতের উপদ্রব বলে সম্বোধন করেছেন? 

উত্তর -ওয়ারেন হেস্টিংস হেস্টিংস |

83.দার উল  ইসলাম কথাটির অর্থ কি ?

উত্তর -ইসলামের দেশ |

84.বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?

 উত্তর -1885 খ্রিস্টাব্দে |

85.এলাকা চাষ কি? 

উত্তর -নীলকর সাহেবরা নিজের জমিতে ভাড়াটে চাষি দিয়ে নীল চাষ করাকে|

86.বে-এলাকা চাষ কি? 

উত্তর -দাদন এর মাধ্যমে কৃষকের নিজের জমিতে নীল চাষ |

87.ঝুমচাষ কি? 

উত্তর- বনভূমি কেটে সেখানে অস্থায়ীভাবে চাষবাস করার পদ্ধতিকে|

88.সাঁওতাল বিদ্রোহের কত খ্রিস্টাব্দে অবসান ঘটে? 

উত্তর -1856 খ্রিস্টাব্দে

89.সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল?

 উত্তর -শাল গাছ |

90.কোন যুদ্ধে মুন্ডারা পরাজিত হয়?

 উত্তর -সহিল রাখার পাহাড়ের যুদ্ধে |

91.মুন্ডাদের উপাসনার দেবতার নাম কি ছিল? 

উত্তর -সিংবোঙ্গা বা সূর্য |

92.ভিল বিদ্রোহ কে দমন করেন?

 উত্তর -কর্নেল আউট্রাম |

93.তিতুমীরের আন্দোলন কে ধর্মান্ধ মুসলমানদের কান্ড বলে অভিহিত করেন?

 উত্তর- বিহারীলাল সরকার কুমুদনাথ মল্লিক |

94.হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর -বাংলাদেশের ফরিদপুরে |

95.কোন আন্দোলনকে বারাসাত বিদ্রোহ বলা হয়?

 উত্তর -তিতুমীরের ওয়াহাবি আন্দোলন কে |

96.পঞ্চম আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 

উত্তর -1830 খ্রিস্টাব্দে |

97.বাংলায় নীলকুঠির সংখ্যা কত ছিল?

 উত্তর- 930 এর বেশি (1830 খী পর্যন্ত)|

98.পাগলপন্থী বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো?

 উত্তর -টিপু শাহ |

99.নীল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো? 

উত্তর- বিষ্ণুচরন বিশ্বাস দিগম্বর বিশ্বাস |

100.নীল তদন্ত কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

 উত্তর -1860 খ্রিস্টাব্দে 31 শে ডিসেম্বর |

Leave a Comment