UNITED NATIONS /UNO MCQ QUESTION AND ANSWER | HS POLITICAL SCIENCE CHAPTER 4

 সম্মিলিত জাতিপুঞ্জ

UNITED NATIONS

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন পক্ষ জাতিপুঞ্জ গঠনের কাজ শুরু করে ? Ans মিত্রশক্তি
  2. জাতিপুঞ্জ ও গঠনের প্রধান উদ্যোক্তা কে কে ছিলেন ? Ans – স্ট্যালিন, রুশভেল্ট, চার্চিল।
  3. আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ? Ans- 14 ই আগস্ট 1941 সালে।
  4. আটলান্টিক আটলান্টিক সনদে মোট কয়টি মৌলিক নীতি গৃহীত হয়েছিল ? Ans- 8 টি (আট টি)
  5. কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ? Ans– প্রিন্স অফ ওয়েলস ( Prince of Wales)
  6. জাতিপুঞ্জ গঠনের দ্বিতীয় বলিষ্ঠ পদক্ষেপ কোনটি ? Ans- ওয়াশিংটন ঘোষণা 
  7. কোন সালে ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় ? Ans- 1লা জুন 1942 সালে।
  8. কোন সম্মেলনে জাতিপুঞ্জের নামকরণ করা হয় ? Ans- ওয়াশিংটন ঘোষণা
  9. সম্মিলিত জাতিপুঞ্জের নামটি কে দিয়েছিলেন ? Ans- রুশভেল্ট
  10. মস্কো ঘোষণা কবে স্বাক্ষরিত হয় ? Ans- 30 শে অক্টোবর 1943 সালে ।
  11. তেহেরান ঘোষনা কবে স্বাক্ষরিত হয় ? Ans– 1লা ডিসেম্বর 1943 সালে।
  12. ব্রেটেন উডস সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয় ? Ans – 1944 সালের জুলাই মাসে।
  13. ডাম্বারটন ওকস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ? Ans – 7 ই oct 1944 সালে।
  14. 11সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, আন্তর্জাতিক আদালত ও সচিবালয় গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে ? Ans -ডাম্বারটন ওকস সম্মেলনে।
  15. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? Ans – 4th ফেব্রুয়ারি 1945 সাল
  16. জাতিপুঞ্জ গঠনের শেষ সম্মেলন কোনটি ? Ans- সানফ্রান্সিসকো সম্মেলন
  17. কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ? Ans- 24 শে অক্টোবর 1945 সালে।
  18. বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ? Ans- 193 টি দেশ।
  19. জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে ? Ans- 111টি।
  20. জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ? Ans– নিউইয়র্ক, আমেরিকা।
  21. সাধারণ সভায় একটি দেশ কতজন সদস্য প্রেরণ করতে পারে ? Ans – পাঁচজনের বেশি নয়।
  22. সাধারণ সভায় কজন সভাপতি ও সহ-সভাপতি নিযুক্ত হয় ? Ans- 1জন সভাপতি ও 21 জন সহ সভাপতি।
  23. সমগ্র বিশ্বের শান্তি রক্ষার দায়িত্ব কোন দপ্তরের হাতে রয়েছে ? Ans- নিরাপত্তা পরিষদ ।
  24. সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো প্রয়োগ করতে পারে কোন কোন সদস্য ? Ans – নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ।
  25. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের নাম লেখ ? Ans – মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, চীন।
  26. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ? Ans– 10 জন।
  27. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? Ans-15 জন।
  28. ভারত কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ?Ans-8 বার।
  29. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ? Ans– ৫৪ জন
  30. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা ? Ans- 10 ই December।
  31. UNESCO কবে প্রতিষ্ঠিত হয় ? Ans– 1945 সালের 16 ই নভেম্বর।
  32. UNESCO এর সম্পূর্ণ রূপ কি ? Ans- United Nations Educational Scientific and Cultural Organisation.
  33. UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? Ans– প্যারিস, ফ্রান্স।
  34. UNESCO এর সদস্য সংখ্যা কত? Ans – 195টি দেশ।
  35. UNESCO এর কাজ কি ? Ans– বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির বিস্তার।
  36. UNICEF কবে প্রতিষ্ঠিত হয় ? Ans- 1946 সালের 11 ডিসেম্বর।
  37. UNICEF এর পুরো নাম কি ? Ans – United Nations International Children’s Emergency Fund.
  38. ILO এর সম্পূর্ণ নাম কি ? Ans– International Labour Organisation.
  39. ILO এর সদস্য সংখ্যা কত? Ans- 187 টি দেশ।
  40. ILO এর সদর দপ্তর কোথায়? Ans– জেনেভা, সুইজারলান্ড।
  41. WHO এর পুরো নাম কি? Ans – World Health Organisation.
  42. WHO এর কাজ কি ? Ans – সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্যের উন্নতি সাধন করা।
  43. WHO এর সদর দপ্তর কোথায়? Ans– জেনেভা, সুইজারলান্ড।
  44. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয়? Ans– 7ই এপ্রিল।
  45. FAO এর সম্পূর্ণ নাম কি? Ans – Food and Agricultural Organization.
  46. IMF এর সম্পূর্ণ নাম কি ? Ans– International Monitary Fund.
  47. World Bank এর সম্পূর্ণ নাম কি? International Bank for Reconstruction and Development.
  48. জাতিপুঞ্জের কোন সংস্থা সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে ? Ans– অছি পরিষদ
  49. অছি পরিষদের বর্তমানে কয়টি সদস্য রয়েছে ? Ans – একটি সদস্যও নেই 
  50. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত ? Ans– 15 জন
  51. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল মেয়াদ কত ? Ans -9 বছর
  52. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ? Ans– নেদারল্যান্ডের হেগ শহরে।
  53. আন্তর্জাতিক আদালতের সংবিধান কে কি বলা হয় ? Ans – সংবিধি।
  54. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব এর নাম কি ? Ans– ট্রিগভি লী ।
  55. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি ? Ans – অ্যান্টেনিও গুতারেস।

Leave a Comment