polscience.in

Foreign Policy Questions and answer/ HS POLITICAL SCIENCE CHAPTER 3


 পররাষ্ট্র নীতি 

one liner
  1. জাতীয় নীতি কে কয় ভাগে ভাগ করা যায় ? Ans-দুই ভাগে অভ্যন্তরীন নীতি ও পররাষ্ট্রনীতি।
  2. দ্বি-মেরু কেন্দ্রিক বিশ্ব রাজনীতির দুটি ভাগ কি কি ? Ans- সমাজতান্ত্রিক জোট ও উদারনৈতিক জোট ।
  3. ঠান্ডা লড়াই কোন দুই দেশের মধ্যে চলেছিল ? Ans-সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র
  4. একমেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা বলতে কি বোঝায় ? Ans-মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব রাজনীতিতে একাধিপত্য।
  5. The End of History and the Last Man/ইতিহাসের পরিসমাপ্তি –গ্রন্থটি কে রচনা করেন ? Ans -ফ্র্যান্সিস ফুকুয়ামা।
  6. ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য কি ? Ans-জোট নিরপেক্ষতা।
  7. পঞ্চশীল নীতির পঞ্চশীল শব্দটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে ? Ans-ইন্দোনেশিয়ার পঞ্চত শিলার নাম অনুসারে।
  8. জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ? Ans- জহরলাল নেহেরু।
  9. CTBT এর সম্পূর্ণ রূপ কি ? Ans- Comprehensive Nuclear – Test Ban Treaty.
  10. SAARC এর সম্পূর্ণরূপ কি ? Ans- South Asian Association for Regional Cooperation.(সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন)
  11. কত সালে SAARC (সার্ক) প্রতিষ্ঠিত হয় ? Ans- 1985 সালের 8ই ডিসেম্বর।
  12. সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত ? Ans – আটটি (8)।
  13. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ? Ans- কাঠমান্ডু, নেপাল।
  14. সার্ক প্রতিষ্ঠার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? Ans- রাজীব গান্ধী
  15. সার্কের জনক কে ? Ans- বাংলাদেশের রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
  16. SAPTA এর সম্পূর্ণ রূপ কি ? Ans- South Asian Free Trade Area.
  17. ASEAN এর সম্পূর্ণ রূপ কি ? Ans- Association of South East Asian Nations (অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস)।
  18. No First Use Policy কি ? Ans- ভারত তার পারমাণবিক অস্ত্র কোন অবস্থাতেই প্রথমে ব্যবহার করবে না।
  19. ভারত প্রথম কোথায় পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়? Ans- রাজস্থানের পোখরান এ ( 1998 সালে)
  20. 123 Agreement কি ? Ans- ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক ক্ষেত্রে পারমাণবিক আদান-প্রদান চুক্তি।
  21. 123 Agreement কত সালে স্বাক্ষরিত হয় ? Ans- 2007 সালে।
  22. G-20 গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয় ?Ans- 26 September 1999 সালে।
  23. ভারত কবে Australia Group এ যোগদান করে ? Ans – 19 January, 2018 সালে।
  24. Australia group এর সদস্য সংখ্যা কত ? Ans- 43 জন।
  25. BRICS এর সদস্য গুলির নাম লেখ ? Ans ব্রাজিল, রাশিয়া, ভারত,  চীন, দক্ষিণ-আফ্রিকা
  26. ব্রিকস এর সদর দপ্তর কোথায় ? Ans – সাংঘাই, চীন।
  27. ব্রিকস কত সালে প্রতিষ্ঠিত হয় ? Ans – 2006 সালে।
  28. BIMSTEC এর পুরো নাম কি ? Ans- Bay of Bengal Initiative for Multi -Sectoral Technical and Economic Cooperation.
  29. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? Ans- ঢাকা, বাংলাদেশ।
  30. NSG এর সম্পূর্ণ নাম কি ? ANS- Nuclear Supplier Group.
  31. NSG এর সদস্য সংখ্যা কত ? Ans -48 জন।
  32. NSG এর সদর দপ্তর কোথায় ? ANS – Massachusetts, USA

Exit mobile version