দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক
One liner
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ কর ? Ans — 1939 থেকে 1945 সাল পর্যন্ত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি নামে পরিচিত ছিল কোন দেশ ? Ans – ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি নামে কে পরিচিত ছিল ? Ans- জার্মানি, ইতালি, স্পেন ও জাপান।
- ঠান্ডা লড়াই কোন দুই দেশের মধ্যে চলেছিল ? Ans- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ।
- কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন ? Ans- ওয়াটার লিপম্যান।
- ওয়াটার লিপম্যান সর্বপ্রথম কোন গ্রন্থে ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন ? Ans- দ্য ওয়াশিংটন পোস্ট।
- কোন সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পূর্ণ হয় ? Ans – 1917 সালে।
- মার্শাল পরিকল্পনা কত সালে কার্যকর হয় ? Ans – 1948 সালের 3rd এপ্রিল।
- ট্রুম্যান নীতি (Truman Doctrine) কত সালে ঘোষিত হয় ? Ans- 1947 সালের 12ই মার্চ।
- কোন তারিখে বার্লিন অবরোধ শুরু হয় ? Ans- 24 শে জুন 1948 সালে।
- মাউ -জে -দং এর নেতৃত্বে কোন সালে চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে ? Ans -1949 সালে।
- Witness to History গ্রন্থের লেখক কে ? Ans- চার্লস বোলেন ।
- “শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব”কোন যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় ? Ans- 1950 সালের কোরিয়া যুদ্ধ।
- স্ট্যালিন এর মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি কে হন ? Ans — নিকিতা ক্রুশ্চেভ।
- কে ভিয়েতনামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ক করেন ? Ans- হো চি মিন ।
- দাঁতাত কি? Ans – ঠান্ডা যুদ্ধের সময়কালে পারস্পরিক দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন।
- PTBT এর সম্পূর্ণ রূপ কি ? Ans – Partial Nuclear Test Band Treaty (1963)
- NPT এর সম্পূর্ণ রূপ কি ? Ans- Nuclear Non-Proliferation Treaty.(1968)
- CTBT এর সম্পূর্ণ রূপ কি ? Ans- COMPREHENSHIVE NUCLEAR TEST BAN TREATY (1996)
- SALT এর সম্পূর্ণ রূপ কি ? Ans- Strategic Arms Limitation Treaty.(1972)
- গ্লাসনোস্ত ও পেরেস্ত্রইকা তত্ত্বের জনক কে ? Ans মেখাইল গর্ভাচেভ (Gorbachev)
- বান্দুং সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ? Ans -18ই এপ্রিল 1955.
- জোট -নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয় ? Ans-জহরলাল নেহেরু কে ।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? Ans -যুগাস্লেভিয়ার রাজধানী বেলগ্রেডে (1961)
- জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন ভারতে কবে অনুষ্ঠিত হয় ? Ans -7 ই মার্চ 1983 সালের নতুন দিল্লিতে।
- 2023 সালে কোথায় 19তম জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে ? Ans- উগান্ডাতে।

1 thought on “Cold War MCQ Questions | HA Political Science Chapter 2”