Plato Ideal state

Plato Ideal state

    

Plato Ideal state

প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা আলোচনা কর :

প্লেটোর আদর্শ রাষ্ট্র ভূমিকা :

প্রাচীন রাষ্ট্রতত্ত্ব আলোচনা প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন Plato । তিনি দার্শনিক দৃষ্টিভঙ্গির উপর সমগ্র চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক কে তিনি ন্যায় ও আদর্শের প্রেক্ষিতে আলোচনা করেছেন। তিনি যে রাষ্ট্রের ধারণা দেন তা আদর্শ রাষ্ট্র চিন্তাভাবনা নামে পরিচিত তার চিন্তাভাবনাকে The Republic, The Statesman এবং তার আত্মজীবনী seventh letters এ খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন । নিম্নে প্লেটোর আদর্শ রাষ্ট্র চিন্তা ভাবনা আলোচনা করা হলো।

প্লেটোর আদর্শ রাষ্ট্র ও উদ্ভব :

প্লেটোর মতে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর তাগিদেই রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। জীবনধারণের জন্য মানুষকে অসংখ্য প্রয়োজন মেটাতে হয় যা এককভাবে সম্ভব হয় না , স্বাভাবিকভাবেই একে অপরের সহযোগিতা উপর নির্ভর করতে হয়। এই ভাবেই পারস্পরিক নির্ভরতা ও আদান-প্রদানের ভিত্তিতেই যৌথ জীবনধারণের ফলে সৃষ্টি হয় রাষ্ট্রের ।

রাষ্ট্র ও ব্যক্তির মিলন :

আদর্শ রাষ্ট্র আলোচনার ক্ষেত্রে রাস্ট্র ও ব্যক্তির একত্র মিলন ঘটিয়েছিলেন। তিনি রাষ্ট্রকে মানবাত্মার ফল বলে মনে করতেন। এছাড়াও তিনি মনে করতেন মানুষের বিভিন্ন উপাদান রাষ্ট্রের মধ্যে প্রতিফলিত হয় । যথা যুক্তি, তেজ ও উদ্যম এবং কামনা বাসনা। এই গুণের প্রেক্ষিতেই তিনি রাষ্ট্রের উপাদানের শ্রেণীবিভাজন করেন। যথা:–

উৎপাদক শ্রেণী :

মানব জীবনের অসংখ্য চাহিদার মধ্যে তিনটি মৌলিক চাহিদা হল অন্ন ,বস্ত্র ও আশ্রয়। রাষ্ট্র জীবনের আদিপর্বে বিভিন্ন মানুষ এই মৌলিক প্রয়োজনের সঙ্গে জড়িত ও কর্মরত ছিল। এইসব কর্মী মানুষের শ্রেণীগত পরিচয় হলো উৎপাদক শ্রেণী।

যোদ্ধা শ্রেণী :

রাষ্ট্রের কাজ মানুষের মৌলিক প্রবৃত্তির নিবারণের সঙ্গে সঙ্গে তাদের বাসস্থান ও অন্যান্য রাষ্ট্রের আক্রমণ থেকে রক্ষা করা। এই কাজে প্লেটো রাষ্ট্রের মধ্যে তেজ বা উদ্যমী ব্যক্তিদের যোদ্ধা হিসেবে কল্পনা করেছেন যাদের মধ্যে সাহস, শক্তি ও যুদ্ধ কৌশলে নৈপুণ্য থাকবে।

শাসকশ্রেণী:

রাষ্ট্র শাসনের ক্ষেত্রে সামরিক দক্ষতা ছাড়াও জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতা বিশেষ প্রয়োজন। আর এই যোদ্ধা শ্রেণী থেকেই যুক্তি গুণের অধিকারী ব্যক্তিদের শাসকশ্রেণী হিসাবে বেছে নিয়েছেন রাষ্ট্রের অভিভাবক হিসেবে। যারা শারীরিক উৎকর্ষের সঙ্গে সঙ্গে মানসিক উৎকর্ষের মধ্যে সমন্বয় স্থাপন করবেন।

প্লেটোর আদর্শ রাষ্ট্র ও ন্যায় :

প্লেটো মনে করতেন আদর্শ রাষ্ট্রে ন্যায় কে প্রতিষ্ঠা করাই হল রাষ্ট্রের পরম ধর্ম। এবং এই ন্যায় প্রতিষ্ঠা হবে যখন সমাজের তিনটি শ্রেণী যথা উৎপাদনকারী শ্রেণি, যোদ্ধা শ্রেণী এবং শাসকশ্রেণী তাদের কর্তব্য অনুসারে নিজের নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করবেন। 

শিক্ষা :

প্লেটো শাসকশ্রেণীর হাতে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েই ক্ষান্ত হননি তিনি শাসকশ্রেণী যাতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তার জন্য তিনি শিক্ষা, জ্ঞান ও কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন চর্চা করার কথা বলেন এবং দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা উল্লেখ করেন।

প্লেটোর আদর্শ রাষ্ট্র সাম্যবাদ :

প্লেটোর রাষ্ট্র সংক্রান্ত ধারণায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাম্যবাদ। যৌথ জীবনযাত্রা গ্রহণ এবং পরিবার প্রথা বর্জনের পক্ষপাতী ছিলেন প্লেটো।

সমালোচনা : 

প্লেটোর আদর্শ রাষ্ট্রের চিন্তাভাবনাকে অনেকে অবাস্তব বলে মনে করেন। কারণ যৌথ জীবন ব্যবস্থা এবং পরিবার প্রথা বর্জনকে কখনোই মেনে নেওয়া যায় না। এবং বাস্তবেও তা প্রয়োগযোগ্য নয়।

প্লেটোর রাষ্ট্রতত্ত্ব ব্যক্তির কেবল জ্ঞানের ও গুণের কথা বলেছেন। ব্যক্তির রাষ্ট্র ছাড়াও অনেক স্বতন্ত্র ভূমিকা রয়েছে যা প্লেটো রাষ্ট্রতত্ত্বের উপেক্ষিত।

প্লেটোর রাষ্ট্রতত্ত্ব গণতন্ত্রবিরোধী। তিনি রাষ্ট্রপরিচালনায় রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেয়ে যুক্তিনির্ভর দার্শনিক কে বেশি প্রাধান্য দিয়েছেন।

প্লেটো সমাজের শ্রেণী বিভাজন ও শ্রেণি সংঘর্ষের বীজ বপন করেছেন। ফলে সমাজের ঐক্য ও সংহতি নষ্ট হতে পারে বলে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন।

গুরুত্ব: প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা অনেক সমালোচনার সম্মুখীন হলেও এর গুরুত্ব কে কখনোই অস্বীকার করা যায় না। সমকালীন সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে তার চিন্তা-ভাবনা সমাজের ভাঙ্গন ও অস্থিরতাকে প্রশমিত করতে অনেকটাই সফল হয়েছিল। তাছাড়া ব্যক্তির নৈতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দিয়েছিলেন। সর্বোপরি প্লেটোর আদর্শ রাষ্ট্রের উপর ভিত্তি করেই পরবর্তীকালে রাষ্ট্রচিন্তাভাবনা প্রসারিত হয়েছে ।

—————_—————————————————————-

সংস্কার:বৈশিষ্ট o পর্যালোচনা

 

সংস্কার: বৈশিষ্ট্য পর্যালোচনা

1.     হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?                                                                  উত্তর– হরিশচন্দ্র মুখোপাধ্যায়.

2.     হিন্দু পেট্রিয়ট পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?                                                          উত্তর– ১৮৫৩ খ্রিষ্টাব্দ

3.     হুতোম প্যাঁচার নকশা কে কত খ্রিস্টাব্দে রচনা করেন ?                                                    উত্তর— কালীপ্রসন্ন সিংহ 1862 খ্রিস্টাব্দে 

4.     বামাবোধিনী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?                                                              উত্তর– উমেশচন্দ্র দত্ত 

5.     বামাবোধিনী পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?                                                          উত্তর– 1863 খ্রিস্টাব্দে I

6.     কার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?                                                                      উত্তর– ডেভিড হেয়ারI

7.     কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?                                                           উত্তরডেভিড হেয়ারI

8.     ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?                                                                                              উত্তর– রাজা রামমোহন রায় 

9.     কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?                                                          উত্তর –1857 খ্রিস্টাব্দে 

10. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?                                                         উত্তরস্যার জেমস উইলিয়াম কেলভিন 

11. কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?                                                   উত্তর 1835 খ্রিস্টাব্দে 

12. কলকাতা মেডিকেল কলেজ এর উদ্যোক্তা কে ছিলেন ?                                                    উত্তর– মধুসূদন গুপ্ত ব্রাম লী গুড়িভ

13. কে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করেন ?                                                                      উত্তর  1829
খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় 

14. কার সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেন?                                             উত্তরলর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

15. কে কত খ্রিস্টাব্দে কার সহায়তায় বিধবা বিবাহ প্রচলন করেন ?                                             উত্তর — 26 শে জুলাই 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ক্যানিং এর সহায়তায়  

16. মুসলিম সম্প্রদায়ের শিক্ষার বিস্তারে কে এগিয়ে আসেন ?                                                     উত্তরহাজী মুহাম্মদ মহসিন  

17. বেঙ্গল গেজেট কে কত সালে প্রতিষ্ঠা করেন ?                                                                 উত্তর– জেমস অগাস্টাস হিকি 

18. দিকদর্শন পত্রিকাটি কে কত সালে কোথায় প্রকাশ করেন ?                                                         উত্তরজে সি মার্শম্যান 1818 কলকাতা 

19. সমাচার দর্পণ পত্রিকাটি কে কত সালে কোথায় প্রতিষ্ঠা করেন  ?                                                  উত্তরউইলিয়াম কেরি 1818 কলকাতা

20. মিরাত উল আকবর পত্রিকাটি কে কত সালে কোথায় প্রতিষ্ঠা করেন?                                        উত্তর- রাজা রামমোহন রায় 1822 কলকাতা 

21. সোমপ্রকাশ পত্রিকাটি কত সালে কার নেতৃত্বে প্রকাশিত হয়?                                              উত্তরদ্বারকানাথ বিদ্যাভূষণ নেতৃত্বে 1858 খ্রিস্টাব্দে 

22. শিক্ষা দর্পণ পত্রিকাটি কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?                                                  উত্তরভূদেব মখোপাধ্যায় 1864 খ্রিস্টাব্দে 

23. অমৃতবাজার পত্রিকা কার নেতৃত্বে কত সালে প্রকাশিত হয়?                                                            উত্তর– শিশির কুমার ঘোষ 1868 খ্রিস্টাব্দে

24. বেঙ্গলি পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে প্রকাশিত হয়  ?                                                      উত্তরগিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে 1862 খ্রিস্টাব্দে

25. হিন্দু পত্রিকাটি কার নেতৃত্বে  প্রকাশিত হয়      ?                                                              উত্তর— সুব্রহ্মণ্যম আইয়ার নেতৃত্বে

26. বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়  ?                                                              উত্তর– 1872 খ্রিস্টাব্দে

27. সংবাদ কৌমুদী পত্রিকাটি কে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়   ?                                                        উত্তররাজা রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে

28. হুতোম পেঁচা কার ছদ্মনাম   ?                                                                                       উত্তর— কালীপ্রসন্ন সিংহ

29. নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করো কাকে জরিমানা করা হয়?                                            উত্তর— রেভারেন্ড জেমস লং

30. কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রথম মঞ্চে অভিনয় করা হয়েছিল?                                   উত্তর– 1872 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর

31. ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলন কে কাকে চিঠি লেখেন?                                                   উত্তর– রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্ট কে

32. ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন    ?                                                   উত্তর1800 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস I

33. হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়  ?                                                                      উত্তর –1817 খ্রিস্টাব্দে

34. হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?                                                                        
উত্তর –1818 খ্রিস্টাব্দে

35. কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?                                                  উত্তর –1817 খ্রিস্টাব্দে

36. উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়  ?                                               উত্তর –1854 খ্রিস্টাব্দে

37. এলফিনস্টোন কলেজ কোথায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?                                               উত্তর –1835 খ্রিস্টাব্দে বোম্বাই

38. বেথুন স্কুল কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়  ?                                                     উত্তরবিদ্যাসাগরের প্রচেষ্টায় 1849 খ্রিস্টাব্

39. হেয়ার স্কুল এর পূর্ব নাম কি ছিল ?                                                                                 উত্তরপটলডাঙ্গা একাডেমি

40. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন  ?                                                       উত্তরউইলিয়াম কোলভিল

41. তিন আইন পাস হয় কত খ্রিস্টাব্দে  ?                                                                              উত্তর –1872 খ্রিস্টাব্দে

42. কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উপাচার্য কে ছিলেন    ?                                                   উত্তরআশুতোষ বন্দ্যোপাধ্যায়

43. নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন  ?                                                                                 উত্তরকেশব চন্দ্র সেন

44. ইয়ং বেঙ্গল পত্রিকার প্রধান মুখপাত্র কি ছিল ?                                                                  উত্তরপার্থেনন, জ্ঞানান্বেষণ ক্যালিডোস্কোপ

45. হুগলির ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেন  ?                                                                           উত্তরহাজী মুহাম্মদ মহসিন

46. বাংলার বাউল কবিদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন ?                                                              উত্তরলালন ফকির

47. কেনচিৎ পথিকেন ছদ্মনাম কার ?                                                                                  উত্তরদীনবন্ধু মিত্র

48. কলকাতার জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?                                                           উত্তর –1872 খ্রিস্টাব্দে

49. ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন পথিকৃৎ কে ছিলেন?                                                          উত্তরউইলিয়াম কেরি

50. বিবেকানন্দের শিকাগো বক্তৃতা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়  ?                                                       উত্তর –1893 খ্রিস্টাব্দে

51. কার নাম অনুসারে উডের ডেসপ্যাচ নামকরণ হয় ?                                                           উত্তরস্যার চার্লস উড

52. সাধারণ জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?                                                          উত্তর –1823 খ্রিস্টাব্দে

53. সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে রামমোহনের বিরোধী কে ছিলেন?                                         উত্তররাধাকান্ত দেব

54. জ্ঞানান্বেষণ পত্রিকাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত                                                          উত্তরইয়ং বেঙ্গল আন্দোলন

55. ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকাটি?                                                                  উত্তরতত্ত্ববোধিনী পত্রিকা

56. মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়                                                                       উত্তর –1835 খ্রিস্টাব্দে

57. মেকলে মিনিট কার নাম অনুসারে নামকরণ হয় ?                                                              উত্তরস্যার জন মেকলে

58. বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে নাম কি  ?                                                                  উত্তরকাদম্বিনী গাঙ্গুলী

59. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?                                            উত্তরগুরুদাস বন্দ্যোপাধ্যায়

60. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান কে ছিলেন ?      
                                                          
উত্তর– ডিরোজিও

61. ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন  ?                                                               উত্তরহিন্দু কলেজ

62. অবলা বান্ধব পত্রিকাটির সম্পাদক কে ছিলেন  ?                                                              উত্তরদ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

63. শ্রীরামপুর কলেজ এর উদ্যোক্তা কে ছিলেন ?                                                                 উত্তরউয়িলিয়াম কেরি

64. মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?                                                             উত্তরঃঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

65. বেথুন স্কুল কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন ?                                                                 উত্তর –1849 খ্রিস্টাব্দে 7 মে এলিয়েট ড্রিংক ওয়াটার বিটন

66. একটি গ্রামীণ সংবাদপত্রের নাম লেখ ?                                                                          উত্তরগ্রামবার্তা প্রকাশিকা

67. গ্রামবার্তা প্রকাশিকা কত খ্রিস্টাব্দে কে প্রকাশ করেছিলেন ?                                                উত্তরকাঙ্গাল হরিনাথ 1863 খ্রিস্টাব্দে

68. বাঙ্গাল গেজেটি পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?                                                    উত্তর –1818 খ্রিস্টাব্দে 

69. বেদান্ত কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?                                                            উত্তররাজা রামমোহন রায় 1826 খ্রিস্টাব্দে

70. বর্তমান ভারত কে রচনা করেন ?                                                                                   
উত্তরস্বামী বিবেকানন্দ

71. বেথুন স্কুল এর পূর্ব নাম কি ছিল ?                                                                                
উত্তরনেটিভ ফিমেল স্কুল

72. বধিনি শব্দের অর্থ কি ?                                                                                                উত্তরবন্দনা

73. বামা কথাটির অর্থ কি ?                                                                                               
উত্তরনারী

74. যত মত তত পথ উক্তিটি কার ?                                                                        
           
উত্তরশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

75. হিন্দু ধর্মের সমন্বয়বাদী কাকে বলা হয় ?                                                                           উত্তরশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

76. রেনেসাঁস কথাটির অর্থ কি ?                                                                                       
উত্তরনবজাগরণ

77. ম্যাগনাকার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া কাকে বলা হয় ?                                          উত্তর  —উডের ডেসপ্যাচ

78. কে কত খ্রিস্টাব্দে হুগলিতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন ?                                       উত্তররবার্ট মেয়ে 1818 খ্রিস্টাব্দে

79. কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ?                                                                    উত্তর –1824 খ্রিস্টাব্দে

80. কে কত সালে বিশব কলেজ তৈরি করেন ?                                                                     উত্তরবিশপ মিডলটন 1819 খ্রিস্টাব্দে শিবপুর

81. কে কত খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকা প্রকাশ করেন ?                                                উত্তর –1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার

82. রামমোহন রায় কয়টি ভাষা জানতেন ?                                                                            উত্তরবারোটি ভাষা

83. ইন্ডিয়ান মিরর কার উদ্যোগে প্রকাশিত হয় ?                                                                  উত্তর–কেশব চন্দ্র সেন 

84. ক্যালকাটা ফিমেল স্কুল কে তৈরি করেন ?                                                                      উত্তরমিস কুক

85. ভারতের প্রমিথিউস কাকে বলা হত ?                                                                              উত্তররাজা রামমোহন রায়

86. ইন্ডিয়া টুডে কার লেখা- ?                                                                                            উত্তররজনীপাম দত্ত

87. রামকৃষ্ণ মিশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?                                                            উত্তর  —স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে

88. কালাপাহাড় কাদের বলা হত ?                                                                                     
উত্তরনব্য বঙ্গ গোষ্ঠী

89. জীব জ্ঞানে শিব সেবা কার উক্তি ?                                                                                উত্তরস্বামী বিবেকানন্দ

90. কত খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ?                                               উত্তর –1827 খ্রিস্টাব্দে

91. অবজারভেশন গ্রন্থটি কার লেখা ?                                                                                উত্তরগ্র্যান্ড

92. শব্দকল্পদ্রুম কার লেখা ?                                                                                            
উত্তররাধাকান্ত দেব

93. ডাফের যুগের সময়কাল কোনটি ?                                                                                উত্তর –1830 থেকে 1857 খ্রিস্টাব্দ।

94. কে কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন?                                                           উত্তর –1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর

95. ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার বর্তমান নাম কি ?                                                                   উত্তরদ্য স্টেটসম্যান

96. অমৃতবাজার পত্রিকার বর্তমান নাম কি ?                                                                         উত্তরআনন্দবাজার পত্রিকা

97. ধর্মসভার সম্পাদক কে ছিলেন ?                                                                                 
উত্তর– রাধাকান্ত দেব

98. ভগবতী বালিকা বিদ্যালয় কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?                                                               উত্তর –1890 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

99. কে কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ?                                                               উত্তর –1781 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিং

100.     কত সালে কার দ্বারা বারানসি সংস্কৃত কলেজ স্থাপিত হয় ?                                          উত্তরজোনাথন ডানকান এর প্রচেষ্টায় 1792 খ্রিস্টাব্দে।

101.  কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?                                                          উত্তর –1784 খ্রিস্টাব্দে উয়িলিয়াম জোন্স।

 

Class X History short questions| প্রতিরোধ ও বিদ্রোহ

 

👉 প্রতিরোধ ও বিদ্রোহ  (one liner short questions)

1.চুয়াড় বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ? 

উত্তর – মেদিনীপুর ,বাঁকুড়া, ঘাটশিলা, ধলভূম |

2.চুয়াড় বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ? 

উত্তর – 1768 থেকে1799 খ্রিস্টাব্দ |

3.চুয়াড় বিদ্রোহের প্রধান প্রধান নেতা কে ছিল ? 

 উত্তর –  জগন্নাথ সিংহ ,দুর্জন সিংহ, রানী শিরোমণি

4.চুয়াড় বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? 

  উত্তর – ইংরেজদের দ্বারা অরণ্য আইনের প্রতিবাদ ও উচ্চহারে রাজস্ব আদায় |

5.সাঁওতাল বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ?

 উত্তর- রাজমহল ও ছোটনাগপুর, বীরভূম, মানভূম ,মেদিনীপুর

6.সাঁওতাল বিদ্রোহের সময়কাল কত ? 

  উত্তর 1831-33  খ্রিস্টাব্দে |

7.সাঁওতাল বিদ্রোহের প্রধান প্রধান নেতা কে ছিলেন ?

 উত্তর- সিধু ও কানু , ডোমেইন মাঝি, কলো প্রামানিক।

8.সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? 

উত্তর –  কোম্পানির কর্মচারীদের শোষণ ,খ্রিস্টান মিশনারী র ধর্মান্তরণ।

9.মুন্ডা বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 

 উত্তর – 1899-1900  খ্রিস্টাব্দে |

10.মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ?

 উত্তর – বিরসা মুন্ডা |

11.মুন্ডা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

  উত্তর- ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে |

12.কোল বিদ্রোহের প্রধান নেতা কে? 

 উত্তর – বুদ্ধ ভগত জোয়া ভগত , ঝিন্দেরাই মানকি, সুই মুন্ডা |

13.কোল বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? 

উত্তর – 1831-1833খ্রিস্টাব্দে |

14.কোল বিদ্রোহে কোথায় সংঘটিত হয়? 

উত্তর – রাচি ও ছোট নাগপুরের কিছু অংশে |

15. তীর বা আম গাছের শাখার মাধ্যমে জনসংযোগ ঘটানো হয় কোন বিদ্রোহের?

 উত্তর -কোল বিদ্রোহ |

16. দিকু কাদের বলা হত? 

 উত্তর -কোল বহিরাগত মহাজনদের দিকু বলে অভিহিত করতো |

17.দামিন-ই-কোহী কথার অর্থ কি?

 উত্তর – পাহাড়ের প্রান্তদেশ |

18. রংপুর কৃষক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 

উত্তর 1773 খ্রিস্টাব্দে |

29. রংপুর কৃষক বিদ্রোহ কার বিরুদ্ধে সংঘটিত হয়?

 উত্তর -দেবী সিংহ |

20.রংপুর কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখ? 

উত্তর নুরুল উদ্দিন, দয়ারাম শীল |

21.রংপুর কৃষক বিদ্রোহী রা কোন যুদ্ধে পরাজিত হয়? 

উত্তর -পাটগ্রামের যুদ্ধে |

22.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

 উত্তর- 1763 – 1800 খ্রিস্টাব্দে |

23.সন্ন্যাসী ফকির বিদ্রোহের মূল কারণ কি ছিল?

  উত্তর -তীর্থ করারোপ মহাজনদের অত্যাচার |

24.পাগলপন্থী বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ? 

 উত্তর- ময়মনসিংহ জেলায় |

25.কত খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ শুরু হয় ?

 উত্তর -1821 থেকে 1827 খ্রিস্টাব্দে |

26.ওয়াহাবি আন্দোলন কোথায় কোথায় সংঘটিত হয়?

 উত্তর  -বাংলা ও  উত্তরপ্রদেশ |

27.ওয়াহাবি আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 

উত্তর -1822 থেকে 1831খ্রিস্টাব্দে |

28.ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো? 

উত্তর  – হাজী শরীয়ত উল্লাহ, সৈয়দ আহমদ, মীর নিসার আলী বা তিতুমীর |

29.ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি?

 উত্তর – তারিখ ই মোহাম্মদিয়া বা মোহাম্মদ প্রদর্শিত পথ |

30.ওয়াহাবি কথাটির অর্থ কি? 

উত্তর – নবজাগরণ |

31.কে ভারতে চারজন খলিফা নিয়োগ করেন? 

উত্তর -সৈয়দ আহমদ |

32দার উল হারব কথাটির অর্থ কি?

 উত্তর -শত্রুর দেশ |

33. তিতুমীর কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? 

উত্তর -পূডার জমিদার কৃষ্ণদেব রায় |

34.কে বাঁশের কেল্লা তৈরি করেন?

 উত্তর -তিতুমীর |

35.তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন?

 উত্তর- নারকেলবেরিয়া গ্রামে |

36.ফরাজি আন্দোলনের সময়কাল কত? 

উত্তর -1818 থেকে 1906 খ্রিস্টাব্দে |

37.ফরাজি আন্দোলনের একজন নেতার নাম লেখ?

 উত্তর- মোহাম্মদ মুসিন বা দুদুমিয়া |

38.দুদুমিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল? 

উত্তর -বাহাদুরপুরে |

39.বাংলার কোথায় ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়ে? 

উত্তর -নদীয়া যশোর রাজশাহী-ঢাকা মালদা দক্ষিণ 24 পরগনা |

40.ভিল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 

উত্তর -1819 খ্রিস্টাব্দে |

41.ত্রিবাঙ্কুর এর কৃষক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

 উত্তর -1805 খ্রিস্টাব্দে |

42.ভারতীয় অরণ্য আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 

উত্তর -1865 খ্রিস্টাব্দে |

43.ভারতের বন বিভাগ কত সালে শুরু হয়? 

উত্তর -1868 খ্রিস্টাব্দে |

44.সাঁওতাল বিদ্রোহ কোন মাঠে সংগঠিত হয়?

উত্তর – ভাগনা ডিহির মাঠে |

45.খুৎকাঠি প্রথা র  অর্থ কি ?

উত্তর – জমিতে যৌথ মালিকানা|

46.কোন উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ রয়েছে? 

উত্তর- আনন্দমঠ |

47.দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম কি? 

উত্তর -নীলদর্পণ |

48.নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? 

উত্তর – মাইকেল মধুসূদন দত্ত |

49.নীলদর্পণ নাটকের মূল বিষয় কি? 

উত্তর -বাংলার নীলকর সাহেবদের অত্যাচার বর্ণনা |

50.ধরতি আবা কথার অর্থ কি? 

উত্তর -পৃথিবীর পিতা |

51.দুদুমিয়া বাংলাদেশকে কোন এককে বিভক্ত করেন? 

উত্তর  – হালকাতে |

52.বাংলার নানাসাহেব কাকে বলা হত? 

উত্তর-  রাম রতন মল্লিক কে |

53 চার কাদের বলা হত? 

উত্তর – জঙ্গলমহলের আদিবাসীদের|

54.সাঁওতাল বিদ্রোহ ছিল সকল সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মুক্তিযুদ্ধ- কে বলেছিলেন?

 উত্তর – নরহরি কবিরাজ |

55.কোন সম্প্রদায় মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন? 

উত্তর -মুন্ডা সম্প্রদায় |

56.কত খ্রিস্টাব্দে মুন্ডা রা মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিল? 

উত্তর 1886 খ্রিস্টাব্দে |

57.বিরসা মুন্ডার লক্ষ্য কী ছিল? 

উত্তর -স্বাধীন মুন্ডা রাজ্য গঠন |

58.হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি?

 উত্তর -হিন্দু প্যাট্রিয়ট |

59 কৃত্রিম নীল রং কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

 উত্তর- 1898 খ্রিস্টাব্দে |

60.ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?

 উত্তর- 1908 খ্রিস্টাব্দে |

61.কে বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন?

 উত্তর -গয়া মুন্ডা |

62.ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখ?

 উত্তর- চিল নায়েক |

63দাদন কথার অর্থ কি?

 উত্তর -অগ্রিম অর্থ প্রদান |

64.বাংলায় কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম নীল চাষ শুরু হয়? 

উত্তর -1777 খ্রিস্টাব্দে |

65.কে সর্বপ্রথম ভারতের নীল চাষ শুরু করেন?

 উত্তর -লuই বোনো |

66.ভুইহারি কি?

 উত্তর -মুন্ডাদের জঙ্গল পরিষ্কার করা জমি |

67.পাইকান কি? 

উত্তর -চুয়ার দের নিষ্কর জমি |

68.একজন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতার নাম উল্লেখ করো? 

উত্তর- চিরাগ আলী শাহ, দেবী চৌধুরানী, ভবানী পাঠক |

69.কত খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন রদ হয়?

 উত্তর -1868 খ্রিস্টাব্দে |

70 মালদহে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? 

উত্তর – রফিক মন্ডল |

71.কেনারাম ও বেচারাম বাটখারা কি?

 উত্তর – সাঁওতালদের ঠকানোর উদ্দেশ্যে মাল কিনার সময় কেনারাম বাটখারা ব্যবহার করা হতো ও বিক্রি করার সময় বেচারাম বাটখারা ব্যবহার করা হত।

72.অগ্রারিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর -পাবনার কৃষকরা |

73.অগ্রারিয়ান লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর- 1873 খ্রিস্টাব্দে |

74বাংলায় সর্বপ্রথম কে নিল কুঠি স্থাপন করেন?

 উত্তর- ক্যারল ব্লুম |

75.কত সালে বাংলায় সর্বপ্রথম নীলকুঠি স্থাপিত হয় ? 

উত্তর -1830 খ্রিস্টাব্দ |

76.ভারতে কার প্রচেষ্টায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

 উত্তর -ডেইট্রিক ব্রান্ডিস |

77.ভয়েলকার কে ছিলেন কে ছিলেন? 

উত্তর -জার্মান কৃষিবিদ |

78.হো বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 

উত্তর -1821 খ্রিস্টাব্দে |

79 হো বিদ্রোহ কোথায় সর্বপ্রথম শুরু হয়? 

উত্তর -ছোটনাগপুরের সিংভূম অঞ্চলে |

80 পাগলপন্থী দের বিদ্রোহ কত সালে শুরু হয়? 

উত্তর -1825 থেকে 1827 খ্রিস্টাব্দে |

81.চুয়াড শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়?

 উত্তর -ইংরেজি char শব্দ থেকে |

82.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কে কে পেশাগত ডাকাতের উপদ্রব বলে সম্বোধন করেছেন? 

উত্তর -ওয়ারেন হেস্টিংস হেস্টিংস |

83.দার উল  ইসলাম কথাটির অর্থ কি ?

উত্তর -ইসলামের দেশ |

84.বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?

 উত্তর -1885 খ্রিস্টাব্দে |

85.এলাকা চাষ কি? 

উত্তর -নীলকর সাহেবরা নিজের জমিতে ভাড়াটে চাষি দিয়ে নীল চাষ করাকে|

86.বে-এলাকা চাষ কি? 

উত্তর -দাদন এর মাধ্যমে কৃষকের নিজের জমিতে নীল চাষ |

87.ঝুমচাষ কি? 

উত্তর- বনভূমি কেটে সেখানে অস্থায়ীভাবে চাষবাস করার পদ্ধতিকে|

88.সাঁওতাল বিদ্রোহের কত খ্রিস্টাব্দে অবসান ঘটে? 

উত্তর -1856 খ্রিস্টাব্দে

89.সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল?

 উত্তর -শাল গাছ |

90.কোন যুদ্ধে মুন্ডারা পরাজিত হয়?

 উত্তর -সহিল রাখার পাহাড়ের যুদ্ধে |

91.মুন্ডাদের উপাসনার দেবতার নাম কি ছিল? 

উত্তর -সিংবোঙ্গা বা সূর্য |

92.ভিল বিদ্রোহ কে দমন করেন?

 উত্তর -কর্নেল আউট্রাম |

93.তিতুমীরের আন্দোলন কে ধর্মান্ধ মুসলমানদের কান্ড বলে অভিহিত করেন?

 উত্তর- বিহারীলাল সরকার কুমুদনাথ মল্লিক |

94.হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর -বাংলাদেশের ফরিদপুরে |

95.কোন আন্দোলনকে বারাসাত বিদ্রোহ বলা হয়?

 উত্তর -তিতুমীরের ওয়াহাবি আন্দোলন কে |

96.পঞ্চম আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 

উত্তর -1830 খ্রিস্টাব্দে |

97.বাংলায় নীলকুঠির সংখ্যা কত ছিল?

 উত্তর- 930 এর বেশি (1830 খী পর্যন্ত)|

98.পাগলপন্থী বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো?

 উত্তর -টিপু শাহ |

99.নীল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো? 

উত্তর- বিষ্ণুচরন বিশ্বাস দিগম্বর বিশ্বাস |

100.নীল তদন্ত কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

 উত্তর -1860 খ্রিস্টাব্দে 31 শে ডিসেম্বর |