Ans – আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা :-
একটি পৃথক শাস্ত্র হিসেবে পরিচিতি লাভ করলেও তার সুনির্দিষ্ট আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন সংজ্ঞা কে সঙ্ঘবদ্ধ করে বলা যায় যে — আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অ- রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থ গোষ্ঠী, জনমত, প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব-পরিবেশ প্রভৃতির মত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।
Table of Contents
আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য —

আন্তর্জাতিক সম্পর্ক :-
আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বহুমুখী দিক। যথা- ব্যবসায়িক, সংস্কৃতিক, সামাজিক ও সাহায্যকারী দিক ।
আন্তর্জাতিক রাজনীতি :-
রবার্ট পার্নেল আন্তর্জাতিক রাজনীতি বলতে মতাদর্শগত পার্থক্য, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, জোট রাজনীতি ও জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করেছেন।
পার্থক্য :-—
বাস্তববাদী চিন্তাবিদ হ্যান্স যে মর্গেনথাউ Politics Among Nations গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিকে পরিপূরক হিসেবে গণ্য করলেও পামার ও পারকিন্স, হলসটি, স্লেচার প্রমূখগণ আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন —-
পরিধিগত পার্থক্য —
আন্তর্জাতিক রাজনীতির পরিধি সংকীর্ণ অক্ষর থেকে সম্পর্কের পরিধি ব্যাপক বা বিস্তৃত। আন্তর্জাতিক রাজনীতি কেবল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক রাষ্ট্রের মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। তাই হলস্টি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক পর্যটন আন্তর্জাতিক নীতিবোধ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক উদ্দেশ্য ও স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়বস্তু গত পার্থক্য :–
বাস্তববাদী তাত্ত্বিক মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই বলে চিহ্নিত করেছেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র ক্ষমতা লড়াই নয় এখানে সহযোগিতা ও প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় সমস্ত কিছুই বর্তমান।
মূল্যায়ন : ––
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি চ্যাপ্টার মাত্র। আন্তর্জাতিক রাজনীতি উদ্দেশ্য হলে আন্তর্জাতিক সম্পর্ক হল লক্ষ্য ।
………………………………………………………………………………………………………………………….